গাজায় স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করছে দখলদার ইসরায়েল

0
172

গাজায় স্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করছে দখলদার ইসরায়েল। স্যাটেলাইট চিত্র এবং ভিডিও বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্ক টাইমস তাদের ওই প্রতিবেদনে জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে ৬শ ভবন ধ্বংস করে একটি বাফার জোন তৈরি করছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী।

নিউ ইয়র্ক টাইমসের সূত্রে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি বাহিনী অঞ্চলটিতে কমপক্ষে ১৯টি বড় ঘাঁটি স্থাপন করেছে, পাশাপাশি বহু ছোট প্রতিরক্ষা স্থাপনাও রয়েছে। যার মধ্যে যোগাযোগ টাওয়ারও রয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয় গাজা অঞ্চলকে বিভক্ত করে ইসরায়েল ৪ মাইল দীর্ঘ নেটজারিম করিডর তৈরি করছে যা শত শত ফিলিস্তিনিদের গাজার উত্তর দিকে ফিরে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছে, সে এই প্রতিবেদনটি দেখেছে তবে এর তথ্য গুলোর বিষয়ে নিশ্চিত না।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।


তথ্যসূত্র:
1. Israel building military bases in central Gaza — report
– https://tinyurl.com/22a8zbsa
2.Israel Builds Bases in Central Gaza, a Sign It May Be There to Stay
– https://tinyurl.com/3rhnfzuc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ফারাহ প্রদেশে নতুন ১টি খাদ্য ও পানীয় উৎপাদন কোম্পানির যাত্রা
পরবর্তী নিবন্ধভিডিও || ভারতে বসবাসের পূর্বশর্ত ‘রাধে রাধে বলতে হবে’: বিজেপি নেতা