সিলেট সীমান্তে মিললো বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ

0
232

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই ব্যক্তির লাশের সন্ধান পায় তার পরিবার।

নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ওই রাতের মধ্যে তার সন্ধান পাওয়া যায়নি।

পরে তার পরিবার খোঁজ করতে থাকলে একপর্যায়ে সীমানা পিলার ১২শ’ ৫১ এর ২শ’ ফুট ভেতরে (ভারতীয় অংশে) তার মরদেহের সন্ধান পায়। গুলিতে মারা গেছেন আশরাফ উদ্দিন। তবে কার গুলিতে মারা গেছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।


তথ্যসূত্র:
১. ভারতীয় সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
– https://tinyurl.com/fd8ajdwx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপান্না পাথর বিক্রয়ে বিগত ২ বছরে ৫ লক্ষ ৮৭ হাজার ডলারের অধিক রাজস্ব আয় করেছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধপঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক