পান্না পাথর বিক্রয়ে বিগত ২ বছরে ৫ লক্ষ ৮৭ হাজার ডলারের অধিক রাজস্ব আয় করেছে ইমারতে ইসলামিয়া

0
231

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ হতে বিগত দুই বছরে ৮৯ হাজার ৭৯৭ ক্যারেট পান্না বিক্রয় করেছে সংশ্লিষ্ট পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ বিভাগ। বিক্রয়মূল্যের ১০ শতাংশ জমা হয় ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রীয় কোষাগারে। এতে সর্বমোট ৫ লক্ষ ৮৭ হাজার ৫১০ ডলার রাজস্ব উপার্জন করেছে ইমারতে ইসলামিয়া সরকার।

উক্ত বিভাগের প্রাদেশিক প্রধান মৌলভী মুহাম্মদ কাসিম আমিরি হাফিযাহুল্লাহ জানান, পান্না রত্নপাথর বিক্রয় করতে বিগত দুই বছরে ৩৫টি নিলাম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই সকল নিলামে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের নিকট সর্বমোট ৫৮ লক্ষ ৭৫ হাজার ১০৩ ডলার মূল্যের পান্না ও অন্যান্য মূল্যবান পাথর বিক্রয় করা হয়েছে।

তিনি আরও জানান, বিক্রয়কৃত পান্না ৪৫০টি খনি থেকে উত্তোলন করা হয়েছিল। এছাড়া অতিরিক্ত আরও ৪৫টি খনিতে সম্প্রতি জরিপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খনিসমূহে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া পাঞ্জশির প্রদেশের সোনা, রূপা, রুবি ও লোহার খনিতে খনিজ আহরণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলমান রয়েছে।


তথ্যসূত্র:
1. Panjshir Emerald Generate Over $587,000 in Revenue in Two Years
– https://tinyurl.com/kjs34bw3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৫০
পরবর্তী নিবন্ধসিলেট সীমান্তে মিললো বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ