ইসরায়েলের বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত

0
85

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৮০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এই হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ৭৩৯ জন ব্যক্তিও আহত হয়েছেন।

ওয়াফার সংবাদদাতা জানিয়েছেন যে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত বেইত লাহিয়া শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় দখলদারদের বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত এবং আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলি বেইত লাহিয়ার আল-মুকাইয়াদ পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যেখানে আল-শালফুহ পরিবারের বাস্তুচ্যুত সদস্যরা আশ্রয় নিয়েছিলেন।

উত্তর গাজা এবং দক্ষিণে রাফাহ শহর সহ গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

এছাড়াও বৃহস্পতিবার হানাদার বাহিনী কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পের একটি বাড়িতে বোমা হামলায় তিন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র:
1. Updates: Israel hits Gaza hospital, kills 48 Palestinians in a day
– https://tinyurl.com/3drx9fhu
2. Death toll across Gaza Strip surges to 44,580, over 105,739 injured
– https://tinyurl.com/bdzbv3en

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান সিমেন্ট খাতে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম করবে জাবাল-সারাজ সিমেন্ট কারখানা
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় হোমস শহরে প্রবেশের জন্য শহরের উপকণ্ঠে প্রস্তুত ২০ হাজার মুজাহিদ