গাজার শরণার্থী শিবির এবং হাসপাতালে বর্বর ইসরায়েলি হামলায় আরও প্রায় ৫০ জন নিহত হয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় শিশু এবং পাঁচ নারী রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সেখানকার অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালে দখলদার বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি ট্যাঙ্ক এবং ড্রোন দিয়ে কামাল আদওয়ানের চারপাশে হামলা চালানো হচ্ছে। হাসপাতালের ভেতরে বা এর কাছাকাছি যে কোনো চলন্ত বস্তু দেখলেই গুলি করা হচ্ছে।
উত্তরের গাজার কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং পরিচালক ডা. ঈদ সাব্বাহ আল জাজিরাকে জানিয়েছেন, ৬ ডিসেম্বর, শুক্রবার ইসরায়েলি বাহিনীর হাসপাতালটিতে হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই উত্তরের গাজার কামাল আদওয়ান হাসপাতাল ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে।
তিনি বলেন, শুক্রবার সকালে যা ঘটেছে তা হলো ইসরায়েলি ট্যাঙ্কগুলি খুব দ্রুত গতিতে হাসপাতালের মাত্র ৫০ মিটারের মধ্যে চলে আসে। যাদের আমরা চিনতাম না; এমন কিছু লোক, বিভিন্ন পোশাক পরে এবং অস্ত্র ও স্পিকার নিয়ে হাসপাতালে প্রবেশ করেছিল।
তারা হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া এবং তার সহকর্মীদেরকে রোগী এবং চিকিৎসা কর্মীসহ পুরো হাসপাতাল খালি করতে বলেছিল। তারা তাদের ট্যাঙ্কগুলোর পেছনে চলে যেতে বলেছিল।
তাদের এই নির্দেশের পরপরই, যেখানে সকল রোগী ও আহতদের সরিয়ে নেওয়া হয়েছিল, এই অপারেশনে হাসপাতালের ভেতরে ৩০ জন নিহত হয়, যার মধ্যে চারজন স্টাফ সদস্যও ছিলেন। তাদের গুলি করে হত্যা করা হয়।
তথ্যসূত্র:
1. Update: 20 Palestinians, including children, killed in Israeli airstrike on Nuseirat
– https://tinyurl.com/2s4vnzzp
2. Medical sources: Situation at Kamal Adwan hospital and its surroundings in northern Gaza is catastophic
– https://tinyurl.com/4myvzbne
3. LIVE: Dozens killed in Israeli attacks on Gaza refugee camp, hospital area
– https://tinyurl.com/3843ftnz