লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নম্বর পিলার এলাকার ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। আহত হেলাল দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, শুক্রবার রাতে ভারত থেকে ফেরার পথে বিএসএফের মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলাল উদ্দিন। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন তিনি।
তথ্যসূত্রঃ
১. লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
– https://tinyurl.com/4v6taa3y