হাসিনা সরকারের গত ৬ বছরে দেশজুড়ে খুন ১৯ হাজার ৪০ জন

0
133

ঢাকাসহ সারাদেশে ছয় বছরে খুন হয়েছে ১৯ হাজার ৪০ জন। সে হিসাবে গড়ে প্রতি মাসে নিহত হয় প্রায় ২৮০ জন। তবে গত জুলাই-আগস্টে ঢাকাসহ সারাদেশে খুনের সংখ্যা ছিল অনেক বেশি, ৯৫২ জন।

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের ক্রাইম (অপরাধ) থেকে এ তথ্য মিলেছে। ওয়েবসাইটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খুন হয়েছে এক হাজার ৫৩৩ জন। সে হিসাবে গড়ে প্রতি মাসে ২৫৫ জন মারা গেছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে।

তবে গত জুলাই ও আগস্টে নিহতের সংখ্যা ৯৫২, গড়ে ৪৭৬ জন। আন্দোলন ছাড়াও পারিবারিক, সন্ত্রাসী বা দু্র্বৃত্তদের হাতে খুনের ঘটনা আছে এই তালিকায়। অবশ্য জুলাই-আগস্টে গণআন্দোলনের সময় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে– তা বিভিন্ন সংগঠনের তথ্যে উঠে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির তথ্যানুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে জুলাই-আগস্টে নিহতের সংখ্যা এক হাজার ৫৮১ জন। অবশ্য পুলিশ জুলাই আগস্টে যে তালিকা করেছে, সেটি শুধু মামলার ভিত্তিতে। আগস্টের পরও আন্দোলনে নিহতের ঘটনায় মামলা অব্যাহত রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে অপরাধের তথ্য পুলিশ নিয়মিত তাদের ওয়েবসাইটে আপডেট রাখে। কিন্তু বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ক্রাইম পরিসংখ্যান দেওয়া বন্ধ ছিল প্রায় ৭ বছর। গত বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ ওয়েবসাইটে ক্রাইম পরিসংখ্যান বন্ধ থাকার বিষয়টি নতুন আইজিপি বাহারুল আলমকে অবগত করেন সংবাদকর্মীরা। এর কয়েক ঘণ্টা পর পুলিশের ওয়েবেসাইটে ক্রাইম পরিসংখ্যান আপলোড করা হয়।

এই দীর্ঘ সময় পুলিশের ওয়েবসাইটে ক্রাইম পরিসংখ্যান দেওয়া বন্ধ থাকায় ছয় বছরের তথ্য বৃহস্পতিবার একবারে আপলোড করা হয়। ২০১৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত হালনাগাদ করা হয় তথ্য। ক্রাইম পরিসংখ্যানে খুন-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৯ থেকে গত আগস্ট পর্যন্ত সারাদেশে ১৯ হাজার ৪০ জন খুন হয়েছেন। এর মধ্যে ২০২৩ সালে ৩ হাজার ২৩ জন।


তথ্যসূত্র:
১. পুলিশের ওয়েবসাইটে তথ্য মিলছে ৬ বছরে বেশি খুন জুলাই-আগস্টে
-https://tinyurl.com/yc8f39z4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান জিডিপি’র গড় প্রবৃদ্ধি ২.৭ শতাংশ: বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানে কুশ তেপা খাল খনন প্রকল্পের ২য় পর্যায়ের কাজ ৮১ শতাংশ সম্পন্ন