ভারতে হিন্দু প্রতিবেশীদের চাপে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পতি

0
61

ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতন পুরনো কোনো ঘটনা নয়। প্রতিদিনই কোনো না কোনো কারণে দেশটির মুসলিম সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে থাকেন।

কখনও কখনও বড় কোনো ঘটনা গণমাধ্যমে চলে আসে। তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরে। এক মুসলিম দম্পতিকে তাদের নতুন কেনা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে হিন্দু প্রতিবেশীরা।

দোষ, এ দম্পতি মুসলিম। যে কারণে তাদের সেখানে থাকতে দেয়নি হিন্দু প্রতিবেশীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

খবরে বলা হয়, মোরাদাবাদের অভিজাত এলাকায় চিকিৎসক অশোক বাজাজের নিকট হতে একটি নতুন বাড়ি কিনেছিলেন ভুক্তভোগী মুসলিম চিকিৎসক দম্পতি। ০৩ ডিসেম্বর, মঙ্গলবার রাতে এ খবর প্রকাশ্যে আসায় প্রতিবাদ শুরু করেন হিন্দু প্রতিবেশিরা। তারা মুসলিম ওই দম্পত্তিকে তাদের কেনা বাড়িতে উঠতেই দেয়নি।

প্রতিবেশিদের দাবি, এলাকাটি হিন্দু অধ্যুষিত। এখানে অন্য সম্প্রদায়ের কাউকেই থাকতে দেওয়া উচিত নয়।

হিন্দুদের এ ‘প্রতিবাদের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে ঘটনাটি নিয়ে ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

মোরাদাবাদ শহরে অশোক বাজাজের একটি হাসপাতাল রয়েছে। টিডিআই সিটি এলাকায় তিনি ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। তিনি জানান, যে মুসলিম দম্পতির কাছে তিনি বাড়িটি বিক্রি করেছেন, তারা দুইজনই চিকিৎসক। দুই পরিবারের মধ্যে ৪০ বছর ধরে জানাশোনা রয়েছে। বাড়িটি কেনার পর তা আবার বিক্রি করার সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন ওই দম্পতি। এ সময় ক্ষোভও প্রকাশ করেন বাজাজি। তিনি বলেন, আমাদের শহরের পরিবেশ আর আগের মতো নেই। এমনটা ঘটবে, আমি কখনোই ভাবিনি।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও নীতিশাস্ত্রের অধ্যাপক তানভীর আইজাজ বলেন, ধর্মীয় মেরুকরণ এখন গ্রাম থেকে শহরেও শিকড় গেড়ে বসছে। এটি সম্পূর্ণ সংবিধানবিরোধী এবং একটি মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন।


তথ্যসূত্র:
1.Muslim couple forced to sell house after protests by Hindu neighbours
– https://tinyurl.com/jphptwva
2.Neighbours protest after Muslim couple buy home in India: ‘This is a Hindu society’
– https://tinyurl.com/4djeh276

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁও সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক
পরবর্তী নিবন্ধআফগান জিডিপি’র গড় প্রবৃদ্ধি ২.৭ শতাংশ: বিশ্ব ব্যাংক