ইসরায়েলি দখলদার বাহিনী ০৮ ডিসেম্বর, রবিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে প্রায় ছয়টি গণহত্যা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন শতাধিক বেসামরিক নিরীহ মানুষ। গাজার মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াফা।
স্থানীয় সূত্র অনুসারে, গাজা শহর এবং আল-বুরিজ ক্যাম্পকে লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলার ফলে রবিবার সন্ধ্যায় শিশু ও মহিলাসহ অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন বেসামরিক মানুষ আহত হয়েছে।
নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে কেননা জরুরী পরিষেবাগুলি এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা এবং যুদ্ধ-বিধ্বস্ত ছিটমহল জুড়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক হতাহতের এবং মৃতদেহের কাছে পৌঁছাতে পারছেনা।
ওয়াফার সংবাদদাতারা জানিয়েছেন যে গাজা শহরের মিউনিসিপ্যাল পার্কের কাছে ওমর আল-মুখতার সড়কে একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় ১০ জন নিহত এবং অন্যরা আহত হয়েছে।
অধিকন্তু, মধ্য গাজা উপত্যকার আল-বুরেজ ক্যাম্পের কবরস্থানের পিছনে আবু হাসানাইনের পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলের বোমা হামলার ফলে শিশু ও মহিলাসহ ১১ জন নিহত হয়েছে।
এছাড়াও, রবিবার সন্ধ্যায় দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের উত্তরে একদল নাগরিকের উপর ইসরায়েলি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪,৭০৮ জনে দাড়িয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া এক বছরের বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ।
তথ্যসূত্র:
1. 25 Palestinians killed in Israeli bombardment in Gaza
– https://tinyurl.com/ywekcrp9
2.Israel’s genocide in Gaza: 44 Palestinians killed in 24-hour span
– https://tinyurl.com/262xe3ru