০৮ ডিসেম্বর, রবিবার সিরিয়ার সিরিয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এছাড়া সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।
০৮ ডিসেম্বর, রবিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের খবরে উচ্ছ্বসিত সিরিয়াবাসী। এমন সময়ে সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমেও, হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির সিরিয়া-ইসরায়েল সীমান্তে তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। এ পদক্ষেপ সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার দক্ষিণাঞ্চলের খালখালা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।
এদিকে গোলান মালভূমির সিরিয়া-ইসরাইল সীমান্তের বাফার জোনে নতুন করে অবস্থান নিয়েছে দখলদার বাহিনী।
১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির পর এবারই প্রথম ইসরায়েলি বাহিনী বাফার জোনে স্থায়ীভাবে অবস্থান নিয়েছে। এছাড়া ইসরায়েলি ট্যাঙ্ক গোলান মালভূমির সীমান্তবর্তী অঞ্চল অতিক্রম করছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম। বাফার জোনে ইসরায়েলি ট্যাংকের এই অবস্থানের মধ্য দিয়ে ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের প্রায় ৫০ বছর পর সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করল সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
তথ্যসূত্র:
1. IDF takes over Syrian Hermon, strikes Syrian chemical weapons factory
– https://tinyurl.com/24am2xsw
2.Multiple Israeli strikes reported on airbases in southern Syria
– https://tinyurl.com/mr268fe6