ছয় সপ্তাহের বেতন-ভাতা না পাওয়ায় হবিগঞ্জ জেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চা বাগানের প্রায় ৪ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। দুই সপ্তাহের মজুরি পরিশোধের কথা দিলেও শুক্রবার (৬ ডিসেম্বর) পর্যন্ত টাকা না দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দেননি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ তথ্য জানিয়েছেন।
জেলার মাধবপুর ও চুনারঘাট উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন (এনটিসির) ৬টি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় ৩ হাজার ৮৫০ জন। লোকসানে থাকায় ও ব্যাংক ঋণ না পাওয়ার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ গত ১২ সপ্তাহ ধরে এসব শ্রমিকের বেতন বন্ধ রাখে। এর মধ্যে বকেয়া পাওয়ার দাবিতে গত ৬ সপ্তাহ ধরে কাজ করেননি শ্রমিকরা।
জানা গেছে, এনটিসির মালিকানায় হবিগঞ্জের মাধবপুরে তেলিপাড়া ও জগদীশপুর চা বাগানে নিয়মিত শ্রমিক সংখ্যা ১ হাজার ৭০০ এবং চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পাড়কুল, নাসিমাবাদ ও সাতছড়ি বাগানে শ্রমিক রয়েছে আরও ২ হাজার ১৫০ জন।
চা উৎপাদনের মৌসুমে শ্রমিক ধর্মঘটে এনটিসির এ ছয়টি বাগানের লোকসান বেড়েছে এবং শ্রমিকরাও প্রায় ৪০ দিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
তথ্যসূত্র:
১. বেতন না পেয়ে হবিগঞ্জের ৬ বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি
– https://tinyurl.com/92yjbfbj