মার্কিন বাহিনীর ফেলে যাওয়া ২৭টি সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এইসব সামরিক যান দেশটির সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
গত ৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫ আল-বদর আর্মি কোরের আবু দুজানাহ রাদিয়াল্লাহু আনহু কারিগরি বিভাগের সেনারা যানবাহনগুলো মেরামত করেছেন। এই যানবাহনের মধ্যে রয়েছে ২০টি হামভি ট্যাংক, ৭টি আন্তর্জাতিক সামরিক ট্রাক।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও ২০৫ আল-বদর কোরের সেনারা অসংখ্য সামরিক যান মেরামত করেছেন।
তথ্যসূত্র:
1. ترمیم وسایط مختلف النوع نظامی در ورکشاپ های لوای سوم قول اردوی ۲۰۵ البدر
– https://tinyurl.com/krhjpcb6