সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ২৭টি যানবাহন মেরামত করলো আফগানিস্তান

0
109

মার্কিন বাহিনীর ফেলে যাওয়া ২৭টি সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এইসব সামরিক যান দেশটির সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে।

গত ৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫ আল-বদর আর্মি কোরের আবু দুজানাহ রাদিয়াল্লাহু আনহু কারিগরি বিভাগের সেনারা যানবাহনগুলো মেরামত করেছেন। এই যানবাহনের মধ্যে রয়েছে ২০টি হামভি ট্যাংক, ৭টি আন্তর্জাতিক সামরিক ট্রাক।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও ২০৫ আল-বদর কোরের সেনারা অসংখ্য সামরিক যান মেরামত করেছেন।


তথ্যসূত্র:
1. ترمیم وسایط مختلف النوع نظامی در ورکشاپ های لوای سوم قول اردوی ۲۰۵ البدر
– https://tinyurl.com/krhjpcb6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়া বিজয়ী মুজাহিদিনদের অভিনন্দন জানালো ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ৪২টি স্কুলের পুনর্নির্মাণ কাজ চলছে