আফগানিস্তানের গজনী প্রদেশে ৪২টি স্কুলের পুনর্নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৮৯ মিলিয়ন আফগানি (আফগানি টাকা)। এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করে স্কুলগুলো কার্যক্রম শুরুর পরিকল্পনা করেছে প্রশাসন।
গত ৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে, এই স্কুলগুলোর মধ্যে ২৫টি স্কুল একটি সহযোগী সংস্থার তত্ত্বাবধানে এবং বাকি ১৭টি স্কুলের পুনর্নির্মাণ কাজ সরাসরি শিক্ষা মন্ত্রণালয় তত্ত্বাবধান করবেন।
এই প্রকল্পটি গজনী প্রদেশে শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Reconstruction of 42 schools ongoing in Ghazni
– https://tinyurl.com/5f2chzse