৭ ডিসেম্বর, শনিবার হরিয়ানার কুরুক্ষেত্রে গীতা জয়ন্তী মেলা চলাকালীন চরমপন্থী হিন্দু গুন্ডারা এক কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীকে আক্রমণ করেছে। এসময় তারা অবমাননাকর সাম্প্রদায়িক স্লোগান দিয়ে ঐ মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করে এবং তার দোকান ভাংচুর করে।
মুসলিম ব্যবসায়ীকে মারধরের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষভের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যায় হিন্দু সন্ত্রাসীরা দোকানের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং চিৎকার করে বলছে”ওরা বাংলাদেশী!” এদিকে আরেক হিন্দুত্ববাদী নেতা মুসলিম বিক্রেতাকে মারধর করছে। ভিডিওতে পেছন থেকে আরেকজন চিৎকার করে বলছে,”এই মোল্লারা এখানে তাদের স্টল নিয়ে এসেছে কেন?”
আক্রমণকারী এই চরমপন্থী হিন্দুরা একটি ইসলামোফোবিক মিছিলের নেতৃত্ব দিচ্ছিল। মিছিলে তারা বিভিন্ন বিদ্বেষমূলক স্লোগান দিচ্ছিল এবং মুসলিম ব্যবসায়ীদের অর্থনৈতিক বয়কটের আহ্বান জানাচ্ছিল। তারা মেলায় আসা অন্যান্য কাশ্মীরি ব্যবসায়ীদের লাঞ্ছিত করতে থাকে। এসময় তারা মুসলিম ব্যবসায়ীদের “বাংলাদেশী”, “বহিরাগত” এবং “অনুপ্রবেশকারী” বলে আখ্যায়িত করে।
মুসলিম সংখ্যালঘুদের জীবন এবং কাজকে বিপন্ন করে সাম্প্রদায়িক শক্তির উত্থান এখানে নতুন কিছু নয়। এর আগেও উত্তরাখণ্ড রাজ্য থেকে মহাকুম্ভ মেলা পর্যন্ত একই ধরনের ষড়যন্ত্র ব্যবহার করা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে। মুসসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে এবং তাদের আর্থিকভাবে ধ্বংস করার জন্য এসকল ষড়যন্ত্র চরমপন্থী হিন্দু সম্প্রদায়ের একটি পুরনো কৌশল।
তথ্যসূত্র:
1. CrimeHindutva Mob Attacks A Kashmiri Muslim Vendor At “Geeta Jayanti Mela” In Kurukshetra, Haryana, Calls Him ‘Bangladeshi
– https://tinyurl.com/585jhnrt