ভোজ্যতেলের দাম লিটারে বাড়লো ৮ টাকা

0
94

গত দুই দিনব্যাপী ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী মিলমালিকদের সঙ্গে বৈঠক শেষে অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করল সরকার। প্রতি লিটার বোতলজাত খোলা সয়াবিন তেলে ৮ টাকা বাড়ানো হয়েছে।  সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা। বর্তমানে তা ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা তেল ছিল ১৪৯ টাকা। বর্তমানে তা ১৫৭ টাকা করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববাজারের দোহাই দিয়ে বাজারে বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ বন্ধ করে দেয় দেশের পরিশোধনকারী মিলমালিকেরা। এতে সরকার দাম বাড়াতে বাধ্য হয়।

এর আগে মিলমালিকদের প্রতিনিধিরা জানান, বিশ্ববাজারে দামের তুলনায় বর্তমানে প্রতি লিটারে দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এখন সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটি তারা মেনে নেবেন।


তথ্যসূত্র:

১. ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা
– https://tinyurl.com/ydp3zb3u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের নানগারহার প্রদেশে স্থাপিত হতে চলেছে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের জাবুল প্রদেশে মোটরসাইকেল সজ্জিত বিশেষ পুলিশ ইউনিট গঠন