গাজায় আটা বিতরণের লাইন ও আবাসিক এলাকায় সন্ত্রাসী ইসরায়েলের হামলা, নিহত ৫০

0
68

গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় ৯ ডিসেম্বর, সোমবার কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৪ জন। বার্তাসংস্থা আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৯ ডিসেম্বর, সোমবার সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে তিনজন তাৎক্ষণিকভাবে নিহত হয়।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, নিহতরা তাদের আশপাশের এলাকায় খাবারের খোঁজে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। তখনই তাদের ড্রোন দিয়ে টার্গেট করা হয়। তিনি বলেন, তাদের সঙ্গে সঙ্গে হত্যা করা হয়েছে। তাদের দেহ এখনো রাস্তায় পড়ে আছে। ঘটনাস্থল থেকে মরদেহ সরানোর সক্ষমতা কারও নেই।

৬৫ দিন ধরে দখলদার ইসরায়েলের অবরোধের মধ্যে রয়েছে জাবালিয়া। হাজার হাজার ফিলিস্তিনিকে খাদ্য ও পানির সরবরাহ থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে অনেকেই অনাহারে ভুগছেন। সাংবাদিক মাহমুদ বলেন, জাবালিয়া একটি কবরস্থানে পরিণত হয়েছে।

এদিকে রাতভর দক্ষিণ গাজার শহর রাফাতে ইসরায়েলি হামলায় আরও ১০ জন নিহত হয়েছে। তারা আটা কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন।

মাহমুদ জানান, দক্ষিণ সীমান্ত দিয়ে সীমিত মানবিক সহায়তা সরবরাহের কারণে দক্ষিণ গাজায়ও উত্তর গাজার মতো অনাহারের দৃশ্য দেখা যাচ্ছে।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে সাম্প্রতিক ইসরায়েলি বোমা হামলার পর মরদেহ আল-আকসা হাসপাতালের মর্গে জমা হচ্ছে। এই হামলায় একই পরিবারের অন্তত ৯ জন সদস্য, যার অধিকাংশই নারী ও শিশু, নিহত হয়েছে।

সাংবাদিক মাহমুদ জানান, আল-আকসা হাসপাতালে দুর্ভোগ অব্যাহত রয়েছে। নিহতদের আত্মীয়রা সকালে মর্গ থেকে মরদেহ নিতে হাজির হয়েছেন। একপর্যায়ে হাসপাতালের মর্গ মরদেহে পূর্ণ হয়ে যায় এবং সেখানে আর নতুন মৃতদেহ রাখার জায়গা ছিল না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে অবিরামভাবে চলা এই হামলায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে বেড়ে ৪৪ হাজার ৭৫৮ জনে দাড়িয়েছে। চলমান এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ১৩৪ জন ব্যক্তিও আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Israel strikes flour distribution line, kills 50 across Gaza
– https://tinyurl.com/3na5azfx
2. Gaza death toll nears 44,800 as Israel kills 50 more Palestinians
– https://tinyurl.com/bddvrssc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগান জিডিপি’র গড় প্রবৃদ্ধি ২.৭ শতাংশ: বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধএবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে হিন্দুত্ববাদী আরএসএসের মিছিল