সিরিয়ায় গত ৪৮ ঘন্টায় ৩ শতাধিক বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল

0
472

বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এমনকি, আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নিয়েছে ইসরায়েল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে দুই দিনে সিরিয়ার ভূখণ্ডে প্রায় ৩১০টি বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।

এসওএইচআর-এর তথ্য বলছে, সিরিয়ায় সামরিক বাহিনীর ঘাঁটি, অস্ত্র ও গোলাবারুদের গুদাম, বিমানবন্দর এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটিকে দখলদার ইসরায়েলি বাহিনীর ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শুধু হামলাই নয়, আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ও হারমন পার্বত্য অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি এ তথ্য জানিয়েছে।

৯ ডিসেম্বর, সোমবার সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানায়, ইসরায়েলি বিমানগুলি দামেস্কের কাছে সিরিয়ার সেনাবাহিনীর অন্তত তিনটি প্রধান বিমান ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে, যেখানে কয়েক ডজন হেলিকপ্টার এবং জেট বিমান রয়েছে। এতে ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী সিরিয়ার একের পর এক ভূমি দখলের নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে সৌদি আরব, কাতার ও ইরাক।

সিরিয়ায় আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, সিরিয়ায় ২ দিন ধরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ঘটনা সিরিয়ার নতুন প্রশাসনের জন্য দেশের নিরাপত্তা সুরক্ষার কাজে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।


তথ্যসূত্র:
1. Barrage of Israeli attacks destroys ‘important military sites in Syria’
– https://tinyurl.com/443bvtsn
2.Israel carries out dozens of air strikes across Syria, reports say
– https://tinyurl.com/mhmdad6h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে হিন্দুত্ববাদী আরএসএসের মিছিল
পরবর্তী নিবন্ধআওয়ামী দুঃশাসনের শেষ ৫ বছরে নারী ও শিশু নির্যাতন মামলা প্রায় ১ লাখ ১৯ হাজার