লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুট করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বস্তা সার উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানী মোড় এলাকায় এ লুটের ঘটনাটি ঘটেছে।
অভিযুক্তরা হলো, উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রমনীগঞ্জ এলাকার আবু তালেবের ছেলে রাশেদুল ইসলাম সবুজ ও একই এলাকার পশ্চিম সারডুবী গ্রামের আলিবর আলীর ছেলে এবং ছাত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজ।
জানা গেছে, পাশের পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে অবৈধভাবে ৮০ বস্তা বিভিন্ন সার বিক্রি করে। সে সারগুলো নিয়ে একটি পিকআপ পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলাম সবুজসহ আরও কয়েকজন গাড়ি থেকে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সে অভিযানে রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে ১১ বস্তা ও তার দেওয়া তথ্যমতে আরও ৩৬ বস্তাসহ মোট ৪৭ বস্তা সার উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম বলে, বিষয়টি আমার জানা নেই।
তথ্যসূত্র:
১. সার লুট করে নিয়ে গেলেন ছাত্রদল নেতা
– https://tinyurl.com/2p94bjnv