সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়

0
329

ইহুদিবাদী সন্ত্রাসীদের চলমান বিমান হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন আচরণকে সিরিয়ার সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে তাঁরা অভিহিত করেছেন।

সংশ্লিষ্ট বিবৃতিতে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের দেশসমূহে ইহুদিবাদী ইসরায়েল তাদের হীন চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছে। সিরিয়ায় সাম্প্রতিক বিমান হামলা তাদের সেই কূটকৌশলের ধারাবাহিকতার জানান দিচ্ছে।

বহিঃশক্তির প্রভাব মুক্ত হয়ে সিয়িয়াবাসীকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যেন এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, একই সাথে সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিসমূহের সাথে সামঞ্জস্য বজায় রাখতে সিরিয়ার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের ২৪ বছরের স্বৈরশাসনের পতন ঘটেছে। এরপরেই ইহুদিবাদী ইসরায়েল রাজধানী দামেস্কসহ সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা শুরু করেছে। তাঁরা জোরপূর্বক সিরিয়ার স্বাধীন ভূমিতে প্রবেশ করেছে। সামরিক-বেসামরিক সব ধরনের স্থাপনা লক্ষ্য করে তাঁরা শতাধিক বিমান হামলা ঘটিয়েছে। ফলে দেশটিতে ব্যাপক মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটছে।


তথ্যসূত্র:
1. IEA-MoFA strongly condemns Israeli airstrikes on Syria
– https://tinyurl.com/3h4th84x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পরবর্তী নিবন্ধএবার পণ্যবাহী ট্রাক তৈরি করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান