গাজাজুড়ে সন্ত্রাসী ইসরায়েলের অবিরাম হামলা, একদিনে নিহত ৭০

0
9

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গাজার কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হয়েছে।আহতদের মধ্যে শিশু ও নারীসহ বহু মানুষ রয়েছেন। গাজা কর্তৃপক্ষ একে “বর্বরোচিত ও নির্মম গণহত্যা” হিসেবে উল্লেখ করেছে।

সবচেয়ে ভয়ংকর হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ জন। যাদের বেশিরভাই শিশু ও নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, অধিকাংশ নিহত আল-শেখ আলি পরিবারের সদস্য। তারা এই এলাকায় বসবাস করছিলেন। হামলার লক্ষ্যবস্তু ছিল আবাসিক ভবন ও একটি ডাকঘর, যেখানে বহু বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল।

হামলার দৃশ্যে দেখা গেছে ধ্বংসস্তূপের নিচে আহত শিশু ও রক্তাক্ত মৃতদেহ। গাজার কর্তৃপক্ষ জানায়, দখলদার ইসরায়েলি বাহিনী তাদের দাবি অনুযায়ী, হামাসের কার্যক্রমে ব্যবহৃত ভবন লক্ষ্য করলেও সেখানে সাধারণ নাগরিকরা বসবাস করছিলেন। এই হামলায় প্রায় ৫০ জন আহত হন।

গাজার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাকেন্দ্রগুলো ভয়াবহ চাপে রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১,০৫৭ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার, নুসাইরাতের আরেক শরণার্থী শিবিরে একটি হাসপাতালের চিকিৎসক সাইদ জৌদাকে গুলি করে হত্যা করা হয়।

২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরায়েলে হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ গাজার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এ পর্যন্ত ৪৪,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এমন অবস্থায় গাজার স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়েছে। হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রবেশও বাধাগ্রস্ত হচ্ছে। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে সাম্প্রতিক এই হামলা বর্তমান যুদ্ধের নির্মম চিত্র তুলে ধরছে।


তথ্যসূত্র:
1. Dozens of casualties in a horrific Israeli massacre in Nuseirat, central Gaza
– https://tinyurl.com/2s5uk4xm
2. Palestinians decry ‘barbaric’ Israel strike on Gaza’s Nuseirat refugee camp
– https://tinyurl.com/bdz8r79r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএ বছর বিশ্বে ৫৪ সাংবাদিক নিহত, অধিকাংশই ইসরায়েলের হাতে
পরবর্তী নিবন্ধভিডিও || উত্তর প্রদেশে ভেঙে ফেলা হলো ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ