ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ১৬৯ জন ক্যাডেট শিক্ষার্থীর স্নাতক কোর্স সম্পন্ন

0
146

আফগানিস্তানে সামরিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬৯ জন শিক্ষার্থী সফলভাবে তাদের স্নাতক কোর্স সম্পন্ন করেছেন। ৩ বছরের এই কোর্সে তারা পেশাগত ও ব্যবহারিক জ্ঞান লাভ করেন। কোর্সটি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু মিলিটারি একাডেমী এবং হযরত আবু উবাইদা বিন জাররাহ রাযিয়াল্লাহু আনহু সামরিক বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয়েছিল। ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে তথ্যসমূহ জানা গেছে।

স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মৌলভী মুহাম্মদ হামিদী হাফিযাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মৌলভী নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ ও হারবি মিলিটারি একাডেমীর কমান্ডার মুফতি মুহাম্মদ আসলাম একাডেমী হাফিযাহুল্লাহ। এছাড়া জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অসংখ্য কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে অজ্ঞতা থেকে বেঁচে থাকতে স্নাতক শিক্ষার্থীদের প্রতি নসিহত করেন শিক্ষা উপমন্ত্রী। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার প্রতি তিনি তাদেরকে উৎসাহিত করেন। এছাড়া দ্বীন ইসলাম ও নাগরিকদের সেবায় পেশাগত শিক্ষাকে কাজের লাগানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে তিনি উপদেশ দেন।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সামরিক দক্ষতা প্রদর্শন করেন সদ্য স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


তথ্যসূত্র:
1. The Graduation of 169 Students From Hazrat Saad ibn Abi Waqqas Military Academy
– https://tinyurl.com/ycxnsuaj
2. https://tinyurl.com/4etrvde6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ৩১৮টি জেলায় হাসপাতাল নির্মাণের জন্য বাজেট অনুমোদন
পরবর্তী নিবন্ধনেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দিল অধ্যক্ষ