ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। ১৪ ডিসেম্বর, শনিবার দখলদার দেশটির হামলায় গাজায় আরো ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ১৪ মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৯০০ ছাড়িয়েছে। মোট আহতের সংখ্যাটাও লাখ পেরিয়েছে। ইসরায়েলি হামলায় এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে যে দখলদার যুদ্ধবিমানগুলি গাজা শহরের পশ্চিমে উত্তর আল-রিমাল পাড়ায় আল-মাজিদা ওয়াসিলা স্কুলে বোমাবর্ষণ করেছে, যার ফলে সাত ফিলিস্তিনি নিহত হয়েছে এবং মহিলা ও শিশু সহ আরো অনেকে আহত হয়েছেন।
এদিকে মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহে পৌরসভা ভবন লক্ষ্য করে শনিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ওয়াফার সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান যে ভবনটিতে বোমাবর্ষণ করেছে, সেই ভবনটিতে কয়েক ডজন বাস্তুচ্যুত ব্যক্তিক আশ্রয় নিয়েছিল। হামলার ফলে ১০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়। বেসামরিক যানবাহন এবং অ্যাম্বুলেন্সগুলি আহতদের চিকিৎসার জন্য আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
তথ্যসূত্র:
1. Death toll across Gaza Strip surges to 44,930, over 106,624 injured
– https://tinyurl.com/4vv55tr5