আফগানিস্তানের প্রায় ১৩০০ জন তরুণ সেনাসদস্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাযিয়াল্লাহু আনহু) যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সাড়ে ৩ মাসের এই কোর্সে সদস্যগণ সামরিক, বুদ্ধিবৃত্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করেছেন।
নতুন সেনাসদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও কর্মী বিষয়ক উপমন্ত্রী হাফিজ আব্দুল মাজীদ হাফিযাহুল্লাহ, চ্যান্সেলর মৌলভী বাজ মুহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মৌলভী নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অসংখ্য কর্মকর্তা ও কর্মচারী এতে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিগণ তরুণ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সেনা সদস্যগণ মনোমুগ্ধকর সামরিক কলাকৌশল পরিবেশন করেন। অতঃপর তাদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
তথ্যসূত্র:
1. The Graduation of 1300 Young Staff from the Joint Combat Training of Hazrat Abdullah ibn Massoud was held with the Presence of Deputy Minister of Education and Personnel
– https://tinyurl.com/2sbejtfw
2. https://tinyurl.com/3b2jdk2z