ভারতের মহারাষ্ট্রে মুসলিম ফল বিক্রেতাদের বাংলাদেশি অভিযোগে হয়রানি

0
69

ভারতের মহারাষ্ট্রের বদলাপুর এলাকায় মুসলিম ফল বিক্রেতাদের উপর হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে। গত ১৩ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হিন্দুত্ববাদী গ্রুপের সদস্যরা মুসলিম ফল বিক্রেতাদের তাড়া করছে এবং তাদের বাংলাদেশি বলে অভিযুক্ত করে হয়রানি করছে। এ হামলাটি তখন ঘটেছিল, যখন হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো ‘বাংলাদেশ মুক্ত বদলাপুর’ করার জন্য নিজেদের প্রচারণা চালাচ্ছিল।

গত ১৪ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিন্দুত্ববাদী গ্রুপের সদস্যরা মুসলিম ফল বিক্রেতাদের দোকানে আক্রমণ করে, তাদেরকে বাংলাদেশি বলে অভিযুক্ত করে এবং বিক্রেতাদের আধার কার্ড (ভারতীয় জাতীয় পরিচয়পত্র) দেখতে চায়। এক সময় এক তরুণ বিক্রেতা বারবার বলতে থাকে, ‘আমি কলকাতার, বাংলাদেশি নই’, কিন্তু হামলাকারীরা তার কথা উপেক্ষা করে এবং তাকে গালাগালি ও হয়রানি করে।

ভারতের বিভিন্ন স্থানে এই ধরনের হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মুসলিমদেরকে কোন কারণ ছাড়াই বাংলাদেশি হিসেবে অভিযুক্ত করা হচ্ছে, তাদের ব্যবসা-বাণিজ্যে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তাদের বয়কটের আহ্বান জানানো হচ্ছে। তবে, ভারতীয় প্রশাসন এই উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। এই পরিস্থিতিতে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন যে, এসব হামলা মুসলিমদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে এবং দেশটিতে সামাজিক বিভেদ বাড়িয়ে তুলছে।


তথ্যসূত্র:
1. Maharashtra: Hindutva Groups Harass Muslim Vegetable Vendors in Badlapur
– https://tinyurl.com/wfy9ewct

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’—খুলনা রেলস্টেশনে ডিজিটাল প্রচারণা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বাঘলানে কৃষি উন্নয়নের জন্য তৈরি হচ্ছে সেচ খাল