‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’—খুলনা রেলস্টেশনে ডিজিটাল প্রচারণা

0
217

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়। এ ঘটনায় স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় স্টেশনের ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণার একটি ভিডিও ভাইরাল হলে শিক্ষার্থীরা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা আসলাম হোসেন সেন্টু নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন।

উপস্থিত ছাত্র-জনতা জানান, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশের ভিডিও ছড়িয়ে পড়ে। এটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়।


তথ্যসূত্র:
১. ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’—খুলনা রেলস্টেশনে ডিজিটাল প্রচারণা
– https://tinyurl.com/yc56hdrz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষণ সম্পন্ন করল ইমারতে ইসলামিয়ার প্রায় ১৩০০ জন তরুণ সেনাসদস্য
পরবর্তী নিবন্ধভারতের মহারাষ্ট্রে মুসলিম ফল বিক্রেতাদের বাংলাদেশি অভিযোগে হয়রানি