আফগানিস্তানের বাঘলানে কৃষি উন্নয়নের জন্য তৈরি হচ্ছে সেচ খাল

0
115

আফগানিস্তানের বাঘলান প্রদেশে একটি নতুন সেচ খাল নির্মাণের কাজ শুরু করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এটির কাজ সম্পন্ন হলে অন্তত ৫,০০০ একর কৃষিজমিতে পানি সরবরাহ নিশ্চিত হবে। এলাকাটির কৃষকরা দীর্ঘদিন ধরে সেচ পানির অভাবে ভুগছিল, এ প্রকল্পের মাধ্যমে সেচ পানির অভাব দূর হবে এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।

গত ১৪ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বখতার নিউজ এজেন্সি। জানা যায়, নতুন সেচ খালটি বাঘলান প্রদেশের অনারখিল এলাকায় খনন করা হচ্ছে। খালটির দৈর্ঘ্য ৭৮৮ মিটার, প্রস্থ ১.৪ মিটার এবং গভীরতা ১.৭ মিটার। এটির খননকাজ শেষ হতে আনুমানিক দুই মাস সময় লাগবে।

বাঘলান প্রদেশের কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০ জনের কর্মসংস্থানও তৈরি হবে। এবং সেচ খালটি এলাকার কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া প্রশাসন দেশ স্বাধীনের পর থেকেই কৃষি খাত উন্নয়নে অসংখ্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলেছে। দেশজুড়ে বিভিন্ন এলাকায় চেকড্যাম ও খাল তৈরি করা হচ্ছে। এগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কুশতেপা খাল। এটি প্রায় ২৮৫ কিলোমিটার দীর্ঘ একটি খাল প্রকল্প। এটির খনন কাজ এখন চলমান রয়েছে।


তথ্যসূত্র:
1. Irrigation Project to Supply Water to 5,000 Acres of Farmland in Baghlan
– https://tinyurl.com/4rc5s7au

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মহারাষ্ট্রে মুসলিম ফল বিক্রেতাদের বাংলাদেশি অভিযোগে হয়রানি
পরবর্তী নিবন্ধউত্তর প্রদেশে লাউডস্পিকারে আযান দেওয়ায় ইমামকে দুই লক্ষ রুপি জরিমানা