নুসেইরাত নৃশংসতার এক দিন পর হাসপাতাল-স্কুলে হামলা

0
6

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একজন সাংবাদিক ও উদ্ধারকর্মী সহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। ১৫ ডিসেম্বর, রবিবার বেইত হানুন এলাকার খালিল ওবেইদা স্কুলে এ হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশুসহ একই পরিবারের চারজন রয়েছেন।

স্কুলটিতে তাঁদের আশ্রয় নেওয়া কক্ষে সরাসরি ট্যাংকের গোলা আঘাত হানে। এ ছাড়া গাজা নগরীতে বাসাবাড়িতে পৃথক তিনটি হামলায় আরও ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,দখলদার ইসরায়েলি বাহিনী ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে স্কুলটি ঘিরে ফেলে এবং ভারী গোলাবর্ষণ শুরু করে। এতে স্কুলে আশ্রয় নেওয়া এক পরিবারের দুই শিশুসহ চার সদস্য নিহত হন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় ১৪ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৯৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৫৯ জন।

এ ছাড়া জিম্মিদের মুক্ত করে আনতে দ্রুত চুক্তির দাবিতে ১৪ ডিসেম্বর, শনিবার শনিবার ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।


তথ্যসূত্র:
1. Israeli troops carry out air, ground attacks in Gaza
– https://tinyurl.com/4rszvf95

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকয়েক ঘন্টার ব্যবধানে সিরিয়াতে সন্ত্রাসী ইসরাইলের ৬০ বার হামলা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের লোগার প্রদেশের খনিজ খাত থেকে ২২৩ মিলিয়ন অর্থ রাজস্ব সংগ্রহ