পুকুর থেকে মাছ চুরির সময় আটক ছাত্রদলের ৭ নেতা-কর্মী

0
112

নাটোরের বড়াইগ্রামে পারকোল উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের সাত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। ১৫ ডিসেম্বর, রোববার ভোরে উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় মাছ ধরার জাল ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে পুলিশ। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হল বনপাড়া ছাত্রদলের সভাপতি সোহেল রানা। বাকিরা হলেন আলমগীর হোসেন, কৌশিক আহমেদ, জামিল হোসেন, রাজু আহমেদ, তুষার হোসেন, সুমন আলী ও আমজেল হোসেন। তারা সবাই পৌর ছাত্রদলের সদস্য।

বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম হোসেন গণমাধ্যমকে জানিয়েছে, পারকোল উচ্চবিদ্যালয়ের খেলার মাঠসংলগ্ন ৫০ শতক আয়তনের একটি পুকুর রয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ টাকার মাছ আছে। স্থানীয় মসলম উদ্দিন, ইসলাম আলী, আনোয়ার হোসেনসহ কয়েকজন মাছ চুরির পরিকল্পনা করে।

আজ রোববার ভোররাতে ১০-১২ জনের একটি দল মাছ পরিবহনের জন্য ট্রাক, ভ্যান ও জাল নিয়ে পুকুরে মাছ ধরতে আসে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী আমজাদ হোসেন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয়রা দলবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের ঘিরে ফেলে। অধিকাংশ অভিযুক্ত পালিয়ে গেলেও সাতজনকে স্থানীয়রা ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।


তথ্যসূত্র:
১.বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরির চেষ্টা, ছাত্রদলের ৭ জন গ্রেপ্তার
-https://tinyurl.com/4tmfmdhn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের লোগার প্রদেশের খনিজ খাত থেকে ২২৩ মিলিয়ন অর্থ রাজস্ব সংগ্রহ
পরবর্তী নিবন্ধকেনিয়ায় সামরিক কনভয়ে শাবাবের অতর্কিত হামলা: ২৪ ক্রুসেডার হতাহত