কেনিয়ায় একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলার ঘটনায় দেশটির অন্তত ২৪ সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।
আঞ্চলিক সংবাদ মাধ্যম শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১৫ ডিসেম্বর রবিবার সকালে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মান্দিরা রাজ্যে এই হামলার ঘটনা ঘটেছে। সূত্রমতে, কেনিয়ান ক্রুসেডার বাহিনীর কনভয়টি যখন ওয়াজির অঞ্চল ছেড়ে মান্দিরা শহরের দিকে যাচ্ছিল, তখন প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা কনভয়টির গতিরোধ করতে প্রথমে একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটান। এতে সেনাদের বহনকারী একটি সামরিক যান ধ্বংস হয় এবং কতক সৈন্য হতাহত হয়। এরপর কনভয়টির সাথে যুক্ত অন্য সৈন্যদের টার্গেট করে মুজাহিদিনরা গুলি চালাতে শুরু করেন।
প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের সামরিক মুখপাত্র হামলার ফলাফল নিয়ে প্রাথমিক এক বিবৃতিতে জানিয়েছেন যে, মুজাহিদদের উক্ত অভিযানে কেনিয়ান বাহিনীর অন্তত ২৪ সৈন্য হতাহত হয়েছে এবং বস্তুগত প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে কেনিয়ান বাহিনীর এই অভিযানে তাদের হতাহত হওয়া সেনাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে হেলিকপ্টারের সাহায্য নিয়েছে।