দখলিকৃত গোলানে বসতি স্থাপন দ্বিগুণ করছে সন্ত্রাসী ইসরায়েল

0
65

দখলিকৃত ও সংযুক্ত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। দেশটির সরকার রোববার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। বাশার আল-আসাদের পতনের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস এই তথ্য প্রকাশ করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইরাক এই পদক্ষেপের নিন্দা করেছে। এই পদক্ষেপকে তারা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিহিত করেছে।

নেতানিয়াহুর অফিস জানায়, সিরিয়ায় যুদ্ধ এবং নতুন রণাঙ্গনের প্রেক্ষাপটে গোলানে জনসংখ্যা উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন এবং জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে সরকার সর্বসম্মতভাবে ৪০ মিলিয়ন শেকেল অনুমোদন করেছে।

দখলদার ইসরায়েল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমির বেশিভাগ এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে। তারা এলাকাটি ১৯৮১ সালে সংযুক্ত করে নেয়, যা কেবল যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।

গোলানে এখন ত্রিশটির বেশি ইসরায়েলি বসতি আছে, যেখানে প্রায় বিশ হাজার মানুষ বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা সেখানে অবৈধ, যদিও ইসরায়েল তা মানতে রাজি নয়।

বসতি স্থাপনকারীদের পাশাপাশি সেখানে বিশ হাজারের মতো সিরিয় নাগরিকও আছে। ওই এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়ার পরে দ্রুজ আরব হিসেবে পরিচিত এসব মানুষ সেখান থেকে যাননি।

ইসরায়েলের গোলান উপত্যকা নিয়ে জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ কেবল বসতি সম্প্রসারণ নয়। এটি একটি কৌশলগত পদক্ষেপ যা সিরিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে। এই পদক্ষেপ সিরিয়া ও আরব বিশ্বের সঙ্গে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। আন্তরর্জাতিক মহল এটিকে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের আরেকটি অধ্যায় এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।


তথ্যসূত্র:
1. Israel plans to expand Golan settlements after fall of Assad
– https://tinyurl.com/4jfjz5bm
2.Israel approves plan to expand settlements on occupied Golan Heights
– https://tinyurl.com/yhfut4bu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বাহিনীর ওপর মুজাহিদিনদের নতুন হামলা, বহু হতাহত
পরবর্তী নিবন্ধসিরিয়ায় ‘ভূমিকম্প বোমা’ হামলা সন্ত্রাসী ইসরায়েলের, প্রকাশ্যে ধ্বংসের ভয়াল ভিডিও