বাশার আল-আসাদের এক গণকবরেই প্রায় ১ লাখ লাশ

0
86

সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে এক গণকবরে অন্তত এক লাখ লোককে সমাহিত করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এদের সবাইকে হত্যা করা হয়। সিরিয়া নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স ১৬ ডিসেম্বর, সোমবার এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

সংস্থাটির প্রধান মুয়াজ মোস্তাফা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল-কুতাইফাহে অবস্থিত এই গণকবরটি পাঁচটি গণকবরের একটি। কয়েক বছর ধরে কাজ করে তিনি এসব গণকবর চিহ্নিত করেছেন। এই গণকবরে যে এক লাখ লোককে সমাহিত করা হয়েছে- এটি কম অনুমান। এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানান তিনি।

পাঁচটি গণকবর ছাড়াও আরও অনেক গণকবর আছে। এসব গণকবরে শুধু সিরিয়ানরা নয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের নাগরিকদের লাশও আছে।

২০১১ সালে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করা হয়। ধারণা করা হয়, এসব অভিযান কয়েক লাখ লোকের প্রাণহানি ঘটেছে।

বাশার আল–আসাদের গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সামরিক হাসপাতালগুলোয় সংগ্রহ করা হতো। সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দা শাখা দায়িত্বে ছিল মরদেহগুলো সামরিক হাসপাতাল থেকে সংগ্রহ করা। এরপর সেগুলো বিভিন্ন গোয়েন্দা শাখায় পাঠানো হতো এবং পরে গণকবরের পাঠানো হতো। মরদেহগুলো দামেস্কের পৌর কর্তৃপক্ষের মাধ্যমে গণকবরে পাঠানো হতো।


তথ্যসূত্র:
1. At least 100,000 bodies in Syrian mass grave, US advocacy group head says
– https://tinyurl.com/5zuze58k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় ‘ভূমিকম্প বোমা’ হামলা সন্ত্রাসী ইসরায়েলের, প্রকাশ্যে ধ্বংসের ভয়াল ভিডিও
পরবর্তী নিবন্ধকয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্বার করলো ইমারতে ইসলামিয়া প্রশাসন