কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্বার করলো ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
47

আফগানিস্তানের একটি এলাকায় কয়লা খনি ধ্বসে ২২ জন শ্রমিক ২৪ ঘণ্টারও বেশি সময় আটকে পড়েছিল। ইমারতে ইসলামিয়া প্রশাসন দ্রুত তাদেরকে উদ্ধারে অভিযান পরিচালনা করে এবং অল্প সময়ের মাঝে সব শ্রমিককে নিরাপদে উদ্বার করতে সক্ষম হয়।

গত ১৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বখতিয়ার নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের একটি কয়লা খনিতে কাজ চলাকালীন শ্রমিকরা খনি ধ্বসের শিকার হয়েছিল। ইমারতে ইসলামিয়া প্রশাসনের সরকারি কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ ও নিবেদিত শ্রমের ফলে সব শ্রমিক নিরাপদে উদ্বার হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে সব শ্রমিক সুস্থ আছে এবং এই ঘটনার ফলে কোনো শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
1. Timely Rescue Saves 22 Workers Trapped in Samangan Coal Mine Collapse
– https://tinyurl.com/a828pj4j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাশার আল-আসাদের এক গণকবরেই প্রায় ১ লাখ লাশ
পরবর্তী নিবন্ধভারতের রাজস্থানে মুসলিম চিকিৎসককে বাংলাদেশি ও ভুয়া ডাক্তার দাবি করে হেনস্তা