ভারতের রাজস্থানে মুসলিম চিকিৎসককে বাংলাদেশি ও ভুয়া ডাক্তার দাবি করে হেনস্তা

0
40

ভারতের রাজস্থানের জয়পুরে বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য এক মুসলিম চিকিৎসকের চেম্বারে তল্লাশি চালিয়ে ডাক্তারদের বাংলাদেশি ও ভুয়া ডাক্তার অভিযুক্ত করে হেনস্তা করেছে। এ সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত ১৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া। প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি গত ১২ ডিসেম্বরের, গত ১৪ ডিসেম্বর এ সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ওই ভিডিওতে দেখা যায়, বালমুকুন্দ আচার্য মুসলিম চিকিৎসকের সঙ্গে তর্ক করছে এবং চিকিৎসকদের ভুয়া ডাক্তার হিসেবে অভিযুক্ত করেছে। যদিও ঐ সময় চেম্বারে বৈধ মেডিকেল সার্টিফিকেট প্রদর্শিত ছিল। এ সময় তাকে মোবাইলে অন্য কারো কাছে এ সম্পর্কে অভিযোগ দিতে দেখা যায়। মোবাইলে সে দাবি করে, এখানে মুসলিম চিকিৎসকরা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে এবং তাদের কার্যক্রমের ওপর আইনি তদন্তের প্রয়োজন। এ সময় সে আরও দাবি করে বলে, ‘সব বাংলাদেশিরা এখানে ডাক্তার বনে বসে আছে, রোগীদের তো মেরে ফেলবে।’


তথ্যসূত্র:
1. Rajasthan: BJP MLA Harasses Muslim Doctor, Calls Them ‘Julaa Chap Bengalis’
– https://tinyurl.com/4c7j8f58

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্বার করলো ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে জাফরান উৎপাদন বেড়ে ৫০ টনে পৌঁছেছে, গুণগত মানে উন্নতি