ভারতের রাজস্থানের জয়পুরে বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য এক মুসলিম চিকিৎসকের চেম্বারে তল্লাশি চালিয়ে ডাক্তারদের বাংলাদেশি ও ভুয়া ডাক্তার অভিযুক্ত করে হেনস্তা করেছে। এ সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গত ১৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া। প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি গত ১২ ডিসেম্বরের, গত ১৪ ডিসেম্বর এ সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ওই ভিডিওতে দেখা যায়, বালমুকুন্দ আচার্য মুসলিম চিকিৎসকের সঙ্গে তর্ক করছে এবং চিকিৎসকদের ভুয়া ডাক্তার হিসেবে অভিযুক্ত করেছে। যদিও ঐ সময় চেম্বারে বৈধ মেডিকেল সার্টিফিকেট প্রদর্শিত ছিল। এ সময় তাকে মোবাইলে অন্য কারো কাছে এ সম্পর্কে অভিযোগ দিতে দেখা যায়। মোবাইলে সে দাবি করে, এখানে মুসলিম চিকিৎসকরা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে এবং তাদের কার্যক্রমের ওপর আইনি তদন্তের প্রয়োজন। এ সময় সে আরও দাবি করে বলে, ‘সব বাংলাদেশিরা এখানে ডাক্তার বনে বসে আছে, রোগীদের তো মেরে ফেলবে।’
তথ্যসূত্র:
1. Rajasthan: BJP MLA Harasses Muslim Doctor, Calls Them ‘Julaa Chap Bengalis’
– https://tinyurl.com/4c7j8f58