পাকিস্তানের খাইবার অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। এতে অন্তত ৭ সেনা নিহত এবং ৫ সেনা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদিনরা গত ১৫ ডিসেম্বর রবিবার, খাইবার এজেন্সিতে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনী “এসএসজি” কমান্ডো ফোর্সের একটি কনভয় টার্গেট করে আক্রমণটি চালানো হয়েছিল। কনভয়টি যখন খাইবারের লান্দাওয়ার্সা এলাকা অতিক্রম করছিল, তখন বিভিন্ন দিক থেকে মুজাহিদিনরা অতর্কিত আক্রমণটি চালান। এতে সামরিক বাহিনীর ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে অন্তত ৫ সৈন্য নিহত হয় এবং একজন মেজর ও দুই ক্যাপ্টেনসহ আরও ৫ কমান্ডো গুরুতর আহত হয়েছে।
মুজাহিদদের হামলা থেকে বাঁচতে যখন পাকিস্তানের কমান্ডোরা তাদের আহত সৈন্যদের নিয়ে পালানোর চেষ্টা করে, তখন টিটিপির স্নাইপার শুটার মুজাহিদিনরা আরও ২ সৈন্যকে স্নাইপার দ্বারা সফল লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ফলে অন্য সৈন্যরা মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায়।