ভারতে মসজিদে আযান দেওয়ার সময় উগ্রবাদী হিন্দুদের বাঁধা

0
61

ভারতে মসজিদের আযান দেওয়ার সময় বাধা দিয়েছে উগ্রবাদী হিন্দু। ভারতের মহারাষ্ট্রের নান্দুবার জেলার প্রকাশা গ্রামের একটি মসজিদে এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, উগ্রবাদী হিন্দুত্ববাদী এক হিন্দু মসজিদে আযান চলাকালীন প্রবেশ করে এবং মসজিদের মাইকে আযান দেওয়া বন্ধ করেতে বলে। মুয়াজ্জিন আযান বন্ধ করতে অস্বীকৃতি জানালে ওই মুয়াজ্জিনকে হেনস্তা করে উগ্রবাদী ওই হিন্দু।

১৫ ডিসেম্বর, রবিবার এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, গেরুয়া রঙের পোশাক পরিহিত এক উগ্রবাদী হিন্দু মসজিদে প্রবেশ করে এবং মুয়াজ্জিনকে আযান দিতে বাধা দেয়। উপস্থিত অন্যান্য মুসল্লিরা এগিয়ে এসে ওই উগ্রবাদী হিন্দুকে থামানের চেষ্টা করেন। ওই ভিডিওতে আরও দেখা যায়, উপস্থিত মুসল্লিরা মুয়াজ্জিনকে ওই হিন্দুর সাথে ঝগড়া থেকে বাঁচানোর জন্য সরিয়ে নিয়ে যায়।

এই ঘটনা মহারাষ্ট্রে লাউডস্পিকারে আযান দেওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিরাট ঘটনার অংশ। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে রাজ ঠাকরে নামক এক স্থানীয় উগ্রবাদী হিন্দু নেতা মসজিদে আযানের সময় কথিত শব্দ-সীমা মেনে চলার দাবী করে।

তারই প্রেক্ষিতে মুম্বাইয়ে ২০২২ সালের মে মাসে লাউডস্পিকারে আযান দেওয়ায় দুই মুসলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

ভারতে মুসলিমদের লক্ষ্য করে উগ্রবাদী হিন্দুদের আক্রমণাত্মক আচরণ বেড়েই চলেছে। সম্প্রতি লাউডস্পিকারে আযান দেওয়ায় উত্তর প্রদেশে এক ইমামকে দুই লক্ষ রুপি জরিমানা করা হয়।
বিস্তারিত জানতে পড়ুন: উত্তর প্রদেশে লাউডস্পিকারে আযান দেওয়ায় ইমামকে দুই লক্ষ রুপি জরিমানা


তথ্যসূত্র:
1.Maharashtra: Hindutva Man Barges Into Mosque, Forces Muezzin to Stop Azaan
– https://tinyurl.com/y9u8rsu4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিরপরাধ বাংলাদেশি জেলেদের মুক্ত করতে ভারতের শর্ত মেনে চুক্তি
পরবর্তী নিবন্ধপাশদান বাঁধ প্রকল্প: হেরাত প্রদেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি