চলতি বছরের (হিজরি সৌরসাল ১৪০৩) প্রথম ৮ মাসে ৬ লক্ষ ৫৪ হাজার মেট্রিক টন কয়লা রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। রপ্তানিকৃত কয়লার সর্বমোট মূল্য ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম জাওয়াদ হাফিযাহুল্লাহ এই তথ্য জানান।
কয়লার চালানসমূহ পাকিস্তান, চীন, ইরান, ভারত ও তুরস্কে প্রেরণ করা হয়েছে। আফগানিস্তানের মাটিতে উল্লেখযোগ্য পরিমাণ কয়লার মজুদ রয়েছে বলে বিবেচনা করা হয়। দেশটির বাদাখশান থেকে হেরাত প্রদেশ পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার এলাকা জুড়ে কয়লা খনি রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি খনিতে বর্তমানে কয়লা আহরণ কার্যক্রম চালু রয়েছে।
উল্লেখ্য যে, সারেপুল প্রদেশের বালখাব অঞ্চল কয়লার খনির জন্য প্রসিদ্ধ। উক্ত খনিসমূহের মাধ্যমে উপার্জিত রাজস্ব কুশ তেপা খাল খননে বরাদ্দ করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Afghanistan’s Exports 654,000 tons of coal this year so far
– https://tinyurl.com/va4h27tb