ভারতের রাজস্থানের মেওয়ার বিশ্ববিদ্যালয়ে নিজেদের বিএসসি নার্সিং কোর্সের স্বীকৃতি আদায়ের জন্য আন্দোলন করায় ৪০ কাশ্মীরি ছাত্র-ছাত্রীকে মারধর করা হয়েছে। ওই কাশ্মীরি শিক্ষার্থীরা রাজস্থানের মেওয়ার বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং বিভাগে অধ্যয়ন করছিল।
গত একমাস যাবত তাদের দাবী আদায়ের জন্য করছিল ওই কাশ্মীরি শিক্ষার্থীরা। নার্সিং কোর্সের স্বীকৃতির জন্য তারা আন্দোলন করছিল তারা। অনেকদিন ধরেই রাজস্থান নার্সিং কাউন্সিল এবং ভারতীয় নার্সিং কাউন্সিল এর অনুমোদন এর জন্য তাদের স্বীকৃতি আটকে আছে। অনুমোদন দিতে দেরী করায় তাদের একাডেমিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে। অনেকেই ইতোমধ্যে তিন বছরের বেশি সময় কোর্সে অতিবাহিত করেছে।
গত ১৪ ডিসেম্বর, শনিবার শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল কাশ্মীরি ওই শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত অবস্থায় তাদের মারধর করে এবং জোরপূর্বক ভার্সিটির এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাদের কে ক্যাম্পাসে ঢুকতে জোরপূর্বক বাধা দেওয়া হয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ায় অনেক শিক্ষার্থী তীব্র শীতের মাঝে ক্যাম্পাসের গেইটে অবস্থান করছে।
ভুক্তভোগী এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র শীতের মাঝে আমাদের বাইরে রেখেছে। আমাদের কোনও দাবীই তারা শুনতে চায়নি। আমাদের হুমকি দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার ভয়ও দেখানো হয়।’
তথ্যসূত্র:
1.Over 40 Kashmiri Students ‘Beaten, Expelled’ from Mewar University Amid Protest
-https://tinyurl.com/mth7kfsm