পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে সোমবার (১৬ই ডিসেম্বর) বাউফল সরকারি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বিজয় দিবসে বাউফল উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পৃথক র্যালি বের করাকে কেন্দ্র করে সরকারি কলেজের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
এসময় মিজানুর রহমান, হৃদয় রায়হান ও রেদোয়ান আহত হয়। প্রথমে হৃদয় ও রেদোয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সময় পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে নিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন হাসপাতালে পৌঁছালে হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা করে। এসময় আমির হোসেনের মাথা ফেটে যায়।
এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন বলে, “কলেজের ছাত্রদের” মধ্যে একটি মারামারির ঘটনার খবর পেয়েছি। আহতরা হাসপাতালে আছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যসূত্র:
১. বাউফলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৪
– https://tinyurl.com/n2pawhfw