আফগানিস্তানে ৯০০ তরুণের সামরিক ও শরিয়াহ প্রশিক্ষণ সম্পন্ন

0
58

আফগানিস্তানে ৯০০ জন তরুণ সফলতার সাথে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন। একই সঙ্গে তাদের ইসলামি শরিয়াহ সম্পর্কিত ধর্মীয় প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ২০৯ আল-ফাতাহ আঞ্চলিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে যুবকরা তিন মাসের সামরিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছেন। ১৮ ডিসেম্বর এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান শেইখ দাদ মুহাম্মদ হাফিযাহুল্লাহ, ২০৯ আল-ফাতাহ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মোল্লা রহমতুল্লাহ হাফিযাহুল্লাহ, এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সদস্যরা।

শেইখ দাদ মুহাম্মদ হাফিযাহুল্লাহ তাঁর বক্তৃতায় আফগানিস্তানের ইসলামি মুজাহিদ সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘আজকের তরুণ সেনারা দেশের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরা শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলবে এবং জাতির প্রতি তাদের কর্তব্য পালন করবে, ইনশাআল্লাহ।’


তথ্যসূত্র:
1. د ٢٠٩ الفتح قول اردو قوماندانۍ اړوند د ساحوي ښوونیز مرکز څخه ٩٠٠ تنه ځوان منسوبین فارغ شول
– https://tinyurl.com/5n782tc5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধকোম্পানি কমান্ডারসহ দখলদার ইসরায়েলের ২ সেনা নিহত