আফগানিস্তানের কান্দাহারে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের আধুনিকীকরণ প্রকল্প শুরু

0
48

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৩৫০ হাজার ডলার ব্যয়ে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণ ও আধুনিকীকরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় কান্দাহার শহরের পাশাপাশি প্রদেশের পাঁচটি জেলার স্কুলগুলোতেও অবকাঠামো উন্নয়ন এবং মেরামত করা হবে।

গত ১৭ ডিসেম্বর আফগান শিক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং একটি সহযোগী সংস্থার সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি আগামী ৫ মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের আওতায় স্কুলগুলোর শ্রেণিকক্ষ, পানির ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগসহ অন্যান্য মৌলিক সুবিধা আধুনিকায়ন করা হবে।


তথ্যসূত্র:
1. کندهار کې د ۳۵۰ زره ډالرو په لګښت د ۳۰ بابه ښوونځيو بیارغونې چارې پیل شوې
– https://tinyurl.com/2a9k36p5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনে শিক্ষার্থী গণহত্যার ভয়ংকর তথ্য প্রকাশ
পরবর্তী নিবন্ধভারতে তিন মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্রবাদী হিন্দুরা