আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৩৫০ হাজার ডলার ব্যয়ে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণ ও আধুনিকীকরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় কান্দাহার শহরের পাশাপাশি প্রদেশের পাঁচটি জেলার স্কুলগুলোতেও অবকাঠামো উন্নয়ন এবং মেরামত করা হবে।
গত ১৭ ডিসেম্বর আফগান শিক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং একটি সহযোগী সংস্থার সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি আগামী ৫ মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের আওতায় স্কুলগুলোর শ্রেণিকক্ষ, পানির ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগসহ অন্যান্য মৌলিক সুবিধা আধুনিকায়ন করা হবে।
তথ্যসূত্র:
1. کندهار کې د ۳۵۰ زره ډالرو په لګښت د ۳۰ بابه ښوونځيو بیارغونې چارې پیل شوې
– https://tinyurl.com/2a9k36p5