বর্বর ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত

0
10

১৭ নভেম্বর, মঙ্গলবার ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩১ ফিলিস্তিনি নিহত ও ৭৯ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫০ জন ছাড়াল। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি যুদ্ধবিমান পূর্ব গাজা শহরের আল-তাবাইন স্কুলের কাছে এক দল বেসামরিক মানুষকে লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে, এতে তিনজন নিহত বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে আবু আল-জবন পরিবারের একটি বাড়িতে আঘাত হেনেছে।বর্বর এই হামলায় দুই বেসামরিক লোক নিহত হয়েছে।

এছাড়াও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়া একটি বাড়ি লক্ষ্য করে মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় আট বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১১ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র:
1. Eight civilians killed in Israeli airstrike on house in northern Gaza
– https://tinyurl.com/2wenbeht
2.Eight civilians killed in Israeli airstrike on house in northern Gaza
– https://tinyurl.com/2wenbeht
3. Gaza death toll tops 45,050 as Israel kills 31 more Palestinians
– https://tinyurl.com/33jktsfa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রথম আলো-ডেইলি স্টার মালিকের ভয়াবহ জালিয়াতি, দখলে নেয় ৩০ হাজার কোটির সম্পত্তি
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ৯০০ তরুণের সামরিক ও শরিয়াহ প্রশিক্ষণ সম্পন্ন