গণঅভ্যুত্থানে আহত লাভলুর উপর যুবদল নেতার হামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

0
83

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশের পরে গণঅভ্যুত্থানের আহত আ. হাই লাভলু এবং তার ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহানের বিরুদ্ধে। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘বিক্ষোভ ও সংহতি সমাবেশে’ চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেন গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা আ. হাই লাভলু। চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো অবস্থান ব্যক্ত করায় সমাবেশ পরবর্তী সময়ে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহান ও তার সঙ্গীরা আ. হাই লাভলু এবং তার ভাইয়ের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের অঙ্গ সংগঠনগুলো গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন। কিন্তু, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রগঠনকালীন সময়ে গণঅভ্যুত্থানেরই আহত যোদ্ধার ওপর যুবদল নেতা এবং তার সঙ্গীদের হামলার ঘটনা দুঃখজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের অঙ্গ সংগঠনসমূহকে ত্রাসের রাজনীতি থেকে সরে এসে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি মামলা দায়ের করা হলেও মূল অপরাধীদের এখনও গ্রেফতার করা হয়নি। অতিদ্রুত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


তথ্যসূত্র:
১. গণঅভ্যুত্থানে আহত লাভলুর ওপর হামলার ঘটনায় নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
– https://tinyurl.com/y96mzh46

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাসিনার সেই পিয়নের একাউন্টে প্রায় ৬২৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইয়েমেনে শত্রু বাহিনীর উপর আল-কায়েদার ড্রোন ও স্নাইপার হামলা অব্যাহত