ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আল কাসসামের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে আরও কয়েকজন দখলদার সেনাসদস্য। এক প্রতিবেদনে এই তথ্য জানায় তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।
হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডস জানিয়েছে, ১৭ ডিসেম্বর, মঙ্গলবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তিন ইসরায়েলি দখলদার নিহত হয়েছে। হামাসের মুজাহিদিনরা ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ হামলা চালিয়ে তাদের হত্যা করেন। সেই সঙ্গে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের একটি সামরিক যানও ধ্বংস করতে সক্ষম হয় যোদ্ধারা।
কাসসাম ব্রিগেডসের বিবৃতি অনুসারে, ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে নিহত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। পৃথক একটি বিবৃতিতে তারা আরও জানিয়েছে, জাবালিয়ায় একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে, ভবনের ভেতরে ১১ জন সৈন্য ছিল। ওই হামলায় সৈন্যরা নিহত ও আহত হয়েছে বলেও জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা।
উল্লেখ্য ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
তথ্যসূত্র:
1. Hamas says it killed 3 Israeli soldiers in northern Gaza attack
– https://tinyurl.com/yeymva7j