সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবকের লাশ উদ্ধার, শরীরে একাধিক ক্ষতচিহ্ন

0
106

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলোট এলাকার ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশি দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হল- বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানা জেলার কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাই পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতো। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) রাতে চোরাই পণ্য আনতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয় এবং নির্যাতনে মারা যায়। পরে রাতের যেকোনও সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে লাশ ফেলে রেখে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া গণমাধ্যমকে জানিয়েছে, খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতদের পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।


তথ্যসূত্র:
১.সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবকের লাশ উদ্ধার, শরীরে একাধিক ক্ষতচিহ্ন
-https://tinyurl.com/4zmfe6y5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত এলাকা থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পরবর্তী নিবন্ধশহীদ খলিলুর-রহমান হাক্কানিকে আইএসের মাধ্যমে শহিদ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র: আনসারুশ শরিয়াহ্