গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

0
34

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১৮ ডিসেম্বর, বুধবার বর্বর ইসরায়েলি হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এ নিয়ে ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি।

গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতাল আবারও ইসরায়েলি সেনাদের হামলার শিকার হয়েছে। এ নিয়ে অন্তত ৬০ বারের মতো হাসপাতাল ও তার কাছাকাছি স্থাপনায় হামলা চালালো দখলদার ইসরায়েল। এই হামলায় অন্তত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে বন্ধ হয়ে গেছে গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ হাসপাতালটিও।

এছাড়া হামলা চালানো হয়েছে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং অবরুদ্ধ পশ্চিম তীরেও। আক্রমণ চালানো হয় কুসরা এবং নাবুলাস শহরেও। এতে, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে বেশ কয়েক জনের।

এদিকে এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সেখানে অবরোধ চলছে এবং ইসরায়েলি বাহিনী তীব্র বোমাবর্ষণ করছে। উত্তর গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সৈন্যরা।

স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর গাজার অবরুদ্ধ বেইত লাহিয়া, বেইত হ্যানুন এবং জাবালিয়ার কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করে প্রত্যাখ্যান হয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন বেশিরভাগ সহায়তা মিশন।

জাতিসংঘের পক্ষ থেকে ৪০ বার সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বার বারই তাদের বাধা দেওয়া হয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেসামরিক নাগরিকদের ‘প্রয়োজনীয় চাহিদা’ মেটাতে এবং মানবিক সহায়তা প্রদানে সহায়তার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ডুজারিক।


তথ্যসূত্র:
1. Israeli attacks kill 38 more Gazans as death toll nears 45,100
– https://tinyurl.com/yc4t4y62
2.Gaza mediators intensify ceasefire efforts as Israeli strikes kill 38 more
– https://tinyurl.com/dmuks7pe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইনফোগ্রাফি: নভেম্বরে ২৩ জেলায় ২০৭ অভিযান টিটিপির
পরবর্তী নিবন্ধমার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা