ভারতের ঝাড়খণ্ডে দাড়ি-টুপি থাকায় মধ্য বয়সী মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা

0
52

ভারতের ঝাড়খণ্ডের একটি এলাকায় হিন্দুত্ববাদীরা শেখ তাজউদ্দিন নামের এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। নিহত তাজউদ্দিন একজন ধার্মিক ও সবজি ব্যবসায়ী ছিলেন। হিন্দুত্ববাদীদের পিটুনির পর তিনি প্রথমে মারাত্মক আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

গত ১৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দি অবজারভার পোস্ট। প্রতিবেদনে বলা হয়, নিহত মুসলিম ব্যক্তি ফজর নামাজ আদায় করে প্রতিদিনের মতো কাজে বের হয়েছিলেন। সকাল ১০ টার দিকে নিহতের পরিবারকে পুলিশের পক্ষ থেকে ফোন করে জানানো হয়, তিনি একটি দুর্ঘটনায় আহত হয়েছেন এবং টিএমএইচ হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাজউদ্দিনের ভাতিজা জানায়, ‘আমার চাচা একজন ধার্মিক মানুষ ছিলেন, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। তিনি মাঝে মাঝে মসজিদে আজানও দিতেন। মনে হচ্ছে, তাকে তার দাড়ি এবং টুপি থাকার কারণেই আক্রমণ করা হয়েছে।’


তথ্যসূত্র:
1. Jharkhand: Mob Beats Sheikh Tajuddin to Death Over Allegations of Theft, Family Claims Hate Crime
– https://theobserverpost.com/jharkhand-mob-beats-sheikh-tajuddin-to-death-over-allegations-of-theft-family-claims-hate-crime/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা
পরবর্তী নিবন্ধকেনিয়ান স্পেশাল ফোর্সের কনভয়ে শাবাবের অতর্কিত আক্রমণ: অন্তত ৯ শত্রুসেনা নিহত