আফগান সেনাবাহিনী ১১টি পুরানো রাশিয়ান ট্যাংক মেরামত করলো

0
314

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক বিভাগ ১১টি রাশিয়ান ট্যাংক মেরামত করে পুনরায় সক্রিয় করেছে।

গত ১৯ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭ আল-ফারুক সেনা কোরের প্রযুক্তিগত দলের সদস্যরা ১১টি রুশ যুদ্ধ ও গোলন্দাজ ট্যাংক মেরামত করে সক্রিয় করেছেন। এখন এই ট্যাংকগুলো যুদ্ধে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এছাড়া, এই দলের প্রচেষ্টায় এখন পর্যন্ত ৪৮টি রুশ ট্যাংক মেরামত করা হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয়ে চলে যাওয়ার পর যুদ্ধের ক্ষতিগ্রস্ত অসংখ্য ট্যাংক দেশটিতে পড়ে ছিল। পরবর্তীতে ইমারতে ইসলামিয়া প্রশাসন এই ট্যাংকগুলো মেরামত শুরু করে। গত ৩ বছরে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত বিভাগ ৫৯টি রুশ ট্যাংক মেরামত করেছে।


তথ্যসূত্র:
1. ۱۱ عراده تانک روسی در قول اردو ۲۰۷ الفاروق ترمیم و دوباره فعال گردید
– https://tinyurl.com/3ck5v7ew

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় ক্রুসেডার ও মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে মুজাহিদদের ১১ অভিযান
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে তিনটি সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় ২ হাজার তরুণের প্রশিক্ষণ সমাপ্ত