আফগানিস্তানের ৩টি সেনা কোরের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় ২ হাজার তরুণ সেনা সফলভাবে তাদের প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। এর মধ্যে ২১৫-আযম সেনা কোর থেকে ১০০০ জন, ২০৭-ওমারি সেনা কোর থেকে ৬০০ জন এবং ২২১-শহিদ আফতাব সেনা কোর থেকে ৩৫০ জন তরুণ প্রশিক্ষণ শেষ করেছেন।
গত ১৯ ডিসেম্বর একাধিক আফগান গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, তরুণ সেনারা তিন মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে সামরিক কৌশল, প্রযুক্তিগত দক্ষতা এবং ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল।
সেনাদের স্নাতক উপলক্ষে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে স্নাতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে ইমারতে ইসলামিয়ার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ সেনাদের অভিনন্দন জানান। এ সময় তাঁরা দেশ ও জাতির সুরক্ষায় ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন।
তথ্যসূত্র:
1. د ۲۱۵ عزم قول اردو له ښوونیز مرکز څخه سلګونه تنه ځوان منسوبين فارغ شول
– https://tinyurl.com/3zjn2zuz
2. 600 Soldiers Complete Professional and Ideological Training in Kunduz
– https://tinyurl.com/5n7n3tnp
3. Over 300 Graduate from military and professional training
– https://tinyurl.com/3k3c3xf4
মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ।
অন্তরে প্রশান্তি অনুভব হচ্ছে।
সাপ্তাহিক নিউজ বুলেটিন কেন পাওয়া যাচ্ছেনা?
আল্লাহ তুমি আফগানিস্তান সেনা বাহিনী কে ইসলামী আইন মেনে দেশ কে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুণ আমিন
খুবই ভালো উদ্যেগ
এগিয়ে যাও আফগানিস্তানে। আল্লাহ তোমাদের সহায় হউন।
মাশাল্লাহ, আল্লাহ তাদের এবং আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন আমিন।
দোয়া করি, তারা যেন আল্লাহর হুকুম মেনে দেশকে এগিয়ে নিতে পারে
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা তালেবানের ইসলামী শাসন ব্যবস্থা কবুল করুন। তালেবানেই হচ্ছে ইসলামী আন্দোলনের সঠিক দল যারা কোরআন হাদিসে অনুযায়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে