ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। ২০ ডিসেম্বর, শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী চারটি পরিবারে গণহত্যা চালিয়েছে। দখলদার বাহিনীর হামলায় ৩২ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে। ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়াফার সংবাদদাতারা জানিয়েছেন যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলি গাজা শহরের পূর্ব অংশে আল-তুফাহ এলাকায় বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া আল-কারামা এবং শাবান আল-রাইস স্কুলে বোমা বর্ষণ করেছে। বর্বর এসব হামলায় ১৫ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
মধ্য গাজায় অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের আল-আহলি ক্লাবের কাছে একদল লোকের উপর ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এছাড়াও, উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় যথাক্রমে গাজা সিটি এবং রাফাহতে ইসরায়েলি বিমান হামলার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ছয় ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত কমপক্ষে ৪৫,১২৯ ফিলিস্তিনির প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ১০৭,৩৩৮ জনেরও বেশি আহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Gaza death toll rises to 45,129 with over 107,338 injuries
– https://tinyurl.com/3skh5m6r
2.16 Palestinians killed in Israeli airstrikes on Gaza
– https://tinyurl.com/yf38zc4n