সীমান্তে গোলাপবাগানে লুকিয়ে থাকা ভারতীয় নাগরিক আটক

0
67

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টার সময় উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সুপ্রদীপ হালদার (২১) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রামের সুভাষ হালদারের ছেলে। ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চিত করেন।

গণমাধ্যমে তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কয়েকজন ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় আমরা সীমান্ত এলাকা স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থান করি। তখন রুহল আমিনের গোলাপবাগানের মধ্যে লুকিয়ে থাকাবস্থায় ভারতীয় ওই নাগরিককে আটক করতে সক্ষম হই।’

আটক ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


তথ্যসূত্র:

১.সীমান্তে গোলাপবাগানে লুকিয়ে থাকা ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/52mctnk7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুমার দিনে পশ্চিম তীরের মসজিদে আগুন দিলো ইসরায়েলিরা
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ; আহত ১৫